আইটেল ০৭টি বাটন মোবাইলের দাম বাংলাদেশ ২০২৪

বিটকয়েন কি ও কেন? বিটকয়েনের ভবিষ্যৎ কী? ২০২৪যদিও ডিজিটাল যুগে স্মার্টফোনের বর্তমান প্রজন্মের কাছে পছন্দের, তাই বলে বাটন ফোনের চাহিদাটা কমে যায়নি। বাংলাদেশের আইটেল বাটন মোবাইল দাম সম্পর্কে অনেকের অজানা। জনপ্রিয় দিক থেকে বাটন মোবাইলের কোম্পানি অনেকটা এগিয়ে। যদিও আইটেল কোম্পানি বাটন ফোনের পাশাপাশি স্মার্টফোন প্রস্তুত করে থাকে।
আইটেল ০৭টি বাটন মোবাইলের দাম বাংলাদেশ ২০২৪
আপনি যদি আইটেল বাটন মোবাইলের দাম বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে এসেছেন। তাই আমরা আইটেল মোবাইল দাম বাংলাদেশ এর মূল্য সম্পর্কে জানানোর চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশে আইটেল কোম্পানির ফোন গুলো নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে। আইটেল কোম্পানির ফোন গুলো দেখতে সুন্দর ও ব্যবহারে খুব হ্যান্ডি।

এই আইটেল মোবাইল বাংলাদেশের অধিকাংশ মানুষের বাটন মোবাইল গুলোর মধ্যে পছন্দের ফোন হয়ে উঠেছে। আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশে প্রায় অনেক অংশে কম। আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ কত হতে পারে এটি মোবাইলের মডেলের উপর নির্ভর করে।

বাটন মোবাইল ব্যবহার করার সুবিধা

বাটন মোবাইল ফোনের অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন আপনি যদি বাটন ফোন ব্যবহার করে থাকেন তাহলে এই এই সম্পর্কে কিছু ধারনা রয়েছে। মূলত বাটন কোন একটি ছোট ফোন হয় ব্যবহার ও পকেটে রাখার সুবিধা অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া বাটন মোবাইলে কথা বলা যায় অনেক আরামদায়ক ভাবে, ফোনটি ছোট ওজন কম হয় কানে ধরে কথা বলার কোন ধরনের সমস্যা হয় না।

বর্তমান যুগের এন্ড্রয়েড ফোন গুলি দিনে দুইবার চার্জ দেবার প্রয়োজন হয়। আর বাটন ফোনের ক্ষেত্রে একবার চার্জ দিলে দুই থেকে তিন দিন ব্যবহার করা যায়। স্মার্টফোনের মত ডিসপ্লে ভাঙ্গা কিংবা টাচ ফেটে যাওয়ার আশঙ্কা থাকে না। বাটন ফোন ব্যবহার করার সময় এটি ছিনতাই বা চুরি হওয়া থেকে সম্ভাবনা খুব কম থাকে। বাটান ফোন কথা বলার জন্য সবচেয়ে সুবিধা জনক ফোন।

আইটেল কোম্পানি বাটন ফোনের জন্য কেমন

আইটেল কোম্পানির বাটন ফোন মানুষ জনের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তারপরেও আইটেল ফোন কেমন এ বিষয়ে সম্পর্কে অনেকের ধারণা নেই। কারণ আইটেল কোম্পানি কোনগুলো বর্তমানে অনেক নতুন ফিচার নিয়ে এসে। বর্তমানে আইটেল ফোন কোম্পানির মোবাইল গুলো ব্যবহারের ক্ষেত্রে যে সকল সুবিধা ও অসুবিধা রয়েছে সেগুলো আগে জানতে হবে।

বাংলাদেশ প্রেক্ষাপটে আইটেল কোম্পানির ফোন গুলো সাধারণত ৬৫০ টাকা থেকে পনেরশো টাকা পর্যন্ত বাটন ফোন পাওয়া যায়। এগুলো ফোন ব্যবহারকারী তথ্য মতে বাটন আইটেল ফোন গুলো খুব ভালো পারফরম্যান্স দেয়। কথা বলার ক্ষেত্রে ভয়েস অত্যন্ত ক্লিয়ার ও নেটওয়ার্ক জনিত কোন সমস্যা হয় না। তাছাড়া আইটেল ফোনের ব্যাটারি শক্তিশালী হয়ে থাকে। যার কারণে একদিন চার্জ দিলে দুই থেকে তিন দিন নিমিষে ব্যবহার করতে পারবেন।

আইটেল কোম্পানির প্রতিষ্ঠাকাল

আইটেল কোম্পানি সাধারণত আমরা জানি যে বাংলাদেশের, কিন্তু এটা ভুল ধারণা। আইটেল মোবাইল কোম্পানি চীন দেশের একটি প্রতিষ্ঠান। আমরা অনেকেরই এ ব্যাপারে সঠিক তথ্য জানিনা। ২০১৪ সালে চীন দেশে এই কোম্পানির সর্বপ্রথম যাত্রা শুরু হয়। এই আইটেল কোম্পানির পণ্যগুলো সর্বপ্রথম ইউরোপ ও লাতিন আমেরিকা এই সকল দেশগুলোতে ফোনগুলো বেশি বিক্রি হতো।

প্রথমত আইটেল কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর সারাদেশে বিস্তার করতে পারেনি। আস্তে আস্তে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আইটেল মোবাইল কোম্পানির ফোন গুলো ছড়িয়ে পড়ে। বর্তমানে বেশ কিছু ফিউচার যুক্ত করে অন্যান্য স্মার্টফোন কোম্পানির সঙ্গে বাংলাদেশ সমানভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আইটেল কোম্পানির স্মার্টফোন গুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ

আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ এর কেমন বিষয়টি জানতে অনেকে আগ্রহী তাই জানার জন্য আমাদের আর্টিকেলটি পড়তে এসেছেন তাই আর দেরি না করে আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ কেমন সে বিষয় নিয়ে আলোচনা করা হলো।
  • মডেলের নাম itel it 2175, এই বাটন ফোনটিতে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। এই ফোনটির পিছনে একটি ক্যামেরা রয়েছে। আইটেল ফোনটিতে Li-lon 1000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে র‌্যাম ও স্টোরেজ ৪ এমবি। ডিসপ্লের সাইচ হচ্ছে ৪ ইঞ্চি। আইটেল আই টি ২১৭৫ বাটন ফোনটির দাম ১,১২০ টাকা।
  • মডেলের নাম itel it 2173, এই বাটন ফোনটিতে দুটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড সুবিধা রয়েছে। এই ফোনটির ০.০৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইটির বাটন ফোনটিতে Li-lon 1000 mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ডিসপ্লে সাইজ ১.৮ ইঞ্চি। এই ফোনটির বাংলাদেশের বর্তমান মূল্য ৯৪৯ টাকা।
  • মডেলের নাম itel it 5027, বাটন ফোনটিতে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। ফোনটির ডিসপ্লের সাইজ ২.৪ ইঞ্চি। বাটান মোবাইল টিতে রয়েছে ০.০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে Li-lon 1000 mAh ব্যাটারি রয়েছে। আইটেল আইটি ৫০২৭ বাটন ফোনটির মূল্য ১১,৮০ টাকা।
  • মডেলের নাম tel it 2171, এই ফোনটির দুইটি কালার রয়েছে ও দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। ডিসপ্লের সাইজ ১.৭৭ ইঞ্চি, ০.০৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ও সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনটিতে Li-lon 1000 mAh ব্যাটারি রয়েছে। মোবাইলটির র‌্যাম ও স্টোরেজ ৩২ এমবি। বর্তমানে বাংলাদেশের ফোনটির মূল্য ১,০৬০ টাকা।
  • মডেলের নাম itel it 5028, ফোনটিতে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। ফোনটির পিছনে একটি ক্যামেরা রয়েছে ও ডিসপ্লের সাইজ ২.৪ ইঞ্চি। ফোনটিতে Li-lon 1000 mAh ব্যাটারি রয়েছে। মোবাইলটির র‌্যাম ও স্টোরেজ ৪ এমবি। বাংলাদেশে বাটন ফোনটির দাম হচ্ছে ১,৩০০ টাকা।
  • মডেলের নাম itel it 5617, বাটন ফোনটিতে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। কোনটি রয়েছে ০.০৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ডিসপ্লের সাইজ ২.৪ ইঞ্চি ও Li-lon 2500 mAh ব্যাটারি রয়েছে। বাংলাদেশে ফোনটির মূল্য ১,২৯০ টাকা।
  • মডেলের নাম itel it 5312, বাটন ফোনটিতে দুটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়। ফোনটির ডিসপ্লের সাইজ ২.৪ ইঞ্চি ও ফোনটির পিছনে একটি ক্যামেরা রয়েছে। মোবাইলটির র‌্যাম ও স্টোরেজ ৪ এমবি এবং Li-lon 1000 mAh ব্যাটারি রয়েছে। বাংলাদেশের বাটন মোবাইলটির দাম হচ্ছে ১,৫০০ টাকা।

আইটেল স্মার্টফোনের সুবিধা কেমন

বর্তমানে আইটেল কোম্পানি বাটন ফোনের পাশাপাশি স্মার্টফোনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ প্রেক্ষাপটে এইসব সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন। আইটেল স্মার্টফোন সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব। বর্তমানে আইটেল স্মার্টফোন গুলো অনেক দেখতে সুন্দর ও ফিউচার গুলোও দুর্দান্ত। ক্যামেরা ও ব্যাটারি অনেকটাই ভালো সার্ভিস দিয়ে থাকে।

লেখকের মন্তব্য

আশা করি প্রিয় পাঠকবৃন্দ আইটেল মোবাইল সম্পর্কে ও আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ প্রেক্ষাপটে কত বিশেষ সম্পর্ক বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। এই আর্টিকেলটি পড়ে আপনি আইটেল বাটন মোবাইল দাম বাংলাদেশ এর ফিউচার ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। এমন ধরনের আরো তথ্য পেতে হলে আমাদের পেজটি নিয়মিত ফলো রাখুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url