মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
প্রিয় পাঠকবৃন্দ, সকলকেই আমার ওয়েবসাইটে স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে তেমন ভাবে জানে না। তাই আমরা এই আর্টিকেলটিতে কিভাবে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম গুলো সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব।
অতএব পাঠকবৃন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি পড়লে মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
কোন প্রকার ইন্টারনেট ছাড়াই যেকোন রেজাল্ট নেয়া যায় এসএমএসের মাধ্যমে। কিন্তু অন্যান্য সিমের চেয়ে টেলিটক সিম থেকে রেজাল্ট দেখলে আপনারা বাড়তি সুবিধা পাবেন। কেননা টেলিটক সিম দিয়ে রেজাল্ট দেখলে খুব দ্রুত রিপ্লাই পাওয়া যায়। রেজাল্ট দেখা সকল সার্ভার টেলিটক নিয়ন্ত্রণ করে। তাছাড়া অন্যান্য সিম থেকেও রেজাল্ট নেওয়া যায় এসএমএসের মাধ্যমে, সে ক্ষেত্রে ফিরতি এসএমএস পেতে দেরি হয়ে থাকে ।
পিএসসি (PSC) ফলাফল জন্য এসএমএস এর নিয়ম
DPE <space> THANA/UPAZILA <space> CODE NUMBER <space> PSC ROLL NUMBER লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
ইবতেদায়ী (EBT) ফলাফল এর জন্য এসএমএস নিয়ম
EBT <space> THANA/UPAZILA <space> CODE NUMBER <space> PSC ROLL NUMBER লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
জিএসসি (JSC) ফলাফল এর জন্য এসএমএস নিয়ম
JSC <space> 1st three letters of Edueation Board Name <space> ROLL <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
জেডিসি (JDC) ফলাফল এর জন্য এসএমএস নিয়ম
JDC <space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
এসএসসি (SSC) রেজাল্টের জন্য এসএমএস এর নিয়ম
SSC <space> 1st three letters of Edueation Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
দাখিল ফলাফল এর জন্য এসএমএস নিয়ম
DAKHIL <space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
এইচ এসসি (HSC) রেজাল্ট দেখার এসএমএস নিয়ম
HSC <space> 1st three letters of Edueation Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
আলিম (ALIM) ফলাফল এর জন্য এসএমএস নিয়ম
ALIM <space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
অনার্স রেজাল্টের ফলাফল জন্য এসএমএস নিয়ম
NU <space> H1/H2/H3/H4 <space> আপনার রেজিস্ট্রেশন/রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
রেজাল্ট দেখার ওয়েবসাইট ও লিংক
রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে পিএসসি বাদে এইচএসসি পর্যন্ত সকল পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইটের লিংকঃ http://www.educationboardresults.gov.bd প্রবেশ করুন। Examinaton এই ঘরে আপনার পরীক্ষার নামটি সিলেক্ট করুন তারপর Year যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি সিলেক্ট করুন।
Board এই ঘরটিতে পরীক্ষার্থীর বোর্ডের নামটি সিলেক্ট করুন, Roll এই ঘরে পরীক্ষার্থীর বোর্ড পরীক্ষার রোল নম্বর লিখুন এটি পরীক্ষার প্রবেশপত্র পাবেন। Registration এই ঘরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখুন, এটিও পরীক্ষার্থীর প্রবেশপত্র থাকবে। ক্যাপচা এই ঘরে আপনাকে একটি অংক দেওয়া হবে সঠিক সমাধানটি ইনপুট বক্সে লিখুন।
সব ঘর পূরণ করা হয়ে গেলে Submit লেখায় ক্লিক করুন, সব ঠিক থাকলে রেজাল্ট দেখতে পাবেন। কোন তথ্য ভুল হলে Rest বাটনে ক্লিক করুন, সবকিছু আগের মতো হয়ে যাবে। নতুন করে সব ঘরে আবার পূরণ করুন এবং সাবমিট করুন। নিম্নে প্রত্যেকটি বোর্ডের ওয়েবসাইট লিংক সমূহ দেয়া হলো আপনাদের সুবিধার্থে ।
- ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dhakaeducationboard.gov.bd/
- কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://comillaboard.gov.bd/
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bise-ctg.gov.bd/
- রাজশাহী শিক্ষা বোর্ডর ওয়েবসাইটঃ https://rajshahieducationboard.gov.bd/
- যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.jessoreboard.gov.bd/
- বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.barisalboard.gov.bd/
- সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://sylhetboard.gov.bd/
- দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dinajpureducationboard.gov.bd/
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bmeb.gov.bd/
- কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bteb.gov.bd/
লেখকের মন্তব্য
মোবাইলের রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করলে, আপনি মোবাইল এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। আশা করি প্রিয় পাঠকবৃন্দ আমার এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হবেন। আমার এই আর্টিকেলটি আপনার যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ও অন্যান্য বিষয়গুলো নিয়ে কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url