পেয়ারা পাতার উপকারিতা ও অপকারিতা
সাজনা পাতার উপকারিতা ও অপকারিতাপ্রিয় পাঠকবৃন্দ, সকলকে আমার ওয়েবসাইটে স্বাগতম। প্রতিটি মানুষের মানব দেহের
জন্য পেয়ারা একটি উপকারী ফল ও পাতার রয়েছে অসীমগুণ। আজেকের আর্টিকেলে পেয়ারা
পাতার উপকারিত ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত অলোচনা করব। অতএব পাঠকবৃন্দ প্রথম
থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন।
তাহলে পেয়ারা পাতার উপকারিতা ও অপকারিতা তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হলো নিম্নে।
পেয়ারা পাতা খাওয়ার নিয়ম
পেয়ারা পাতা প্রতিদিন সকালে চিবিয়ে খেলে হজম শক্তি ভালো হয়। এতে পেটের নানা
ধরনের সমস্যা যেমন- কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস অ্যাসিডির সম্ভাবনা কমে যায়।
তাছাড়া পেয়ারা পাতা সকালে চিবিয়ে খেলে দেহের ওজন কমাতে সাহায্য করে। এবং অনেক
দেশে চায়ের মধ্যে পেয়ারা পাতা ফুটিয়ে খায়, এতে ফ্ল্যাভোনয়েডয়,
অ্যান্টি-অক্সিডেন্ট অনেক ধরনের ঔষধি গুন রয়েছে।
পেয়ারা পাতার উপকারিতা চুলের জন্য
পেয়ারা পাতা চুলের জন্য অনেক উপকারিতা, এতে অ্যান্টি-মাইক্রোবিয়াল,
অ্যান্টি-ইনফ্লেমেটারি এবং অ্যান্টি-অক্সিডেন্টস এগুলো মাথার ত্বক ভালো রাখতে
সাহায্য করে। এবং ভিটামিন সি চুলের লম্বা করতে সহায়তা করে। মাথায় নতুন চুল
গজাতে সহায়তা করে। তাছাড়া চুল পড়া ঠেকাতে পেয়ারা পাতা উল্লের্খ্য কাজ করে
থাকে।
পেয়ারা পাতার রসের উপকারিতা
পেয়ারা পাতার রস মানবদেহের জন্য অনেক উপকারী, এর গুনাগুন সর্বাধিক। পেয়ারা পাতা
শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে। যেমন- চুলকে অনেক মজবুত করতে সহায়তা
করে এবং চুল পড়া বন্ধ করে। এ রস প্রতিদিন সেবন করলে শরীরের ওজন, গ্যাস বদহজম
কমাতে সহায়তা করে। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকার।
পেয়ারা পাতার উপকারিতা ও অপকারিতা
পেয়ারা ফলের যতটা গুণাবলী তেমনটা পেয়ারা পাতায় রয়েছে অনেক গুণাবলী। নিয়মিত
পেয়ারা পাতা খাওয়ার ফলে দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন ‘এ’ থাকায়
চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, রাতকানা রোগ থেকে সুরক্ষা রাখে। পেয়ারা পাতা
দাঁতের জন্য অনেক উপকারে আসে যেমন- দাঁতকে মজবুত করে।
আরো পড়ুনঃ কচু গাছের শাক সবজীর পুষ্টিগুণ
ভিটামিন ‘সি’ থাকার ফলে চুল মজবুত চুল বৃদ্ধি করায় অনেক পেয়ারা পাতার ভূমিকা
থাকে। তাছাড়া চায়ের মধ্যে পেয়ারা পাতা ফুটিয়ে হাওয়ায় অনেক গুণ রয়েছে,
অ্যান্টি-অক্সিডেন্ট, কোসার্টিক, ফ্ল্যাভোনয়েডস নানা ঔষধি গুনাগুন রয়েছে।
পেয়ারা পাতা অনেক ভাবে সেবন করা যায়।
পেয়ারা পাতা যেমন মানবদেহের জন্য অনেক উপকারিতা থাকে, তেমনটা অপকারিতা আছে। কোন
কিছু অতিরিক্ত সেবন করলে যেমন দেহের ক্ষতি হয় তেমনটা পেয়ারা পাতা বেশি সেবন
ব্যবহার করলে ক্ষতি হতে পারে।
প্রতিদিন পেয়ারা খাওয়ার উপকারিতা
পেয়ারা একটি সুস্বাদুময় ফল। নিয়মিত পেয়ারা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়ায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পেয়ারা ভিটামিন ‘এ’ থাকায় চোখের
দৃষ্টিশক্তি বাড়ায় এবং রাতকানা রোগ থেকে সুরক্ষা রাখে। পেয়ারা নিয়মিত খেলে
ডায়রিয়া হওয়ার ঝুঁকি কবে যাবে পেয়ারাতে আছে ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার
ক্ষমতা।
প্রোষ্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারের জন্য পেয়ারা অনেক উপকারী একটি ফল, এতে
থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, লাইকোপেন এরা ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ করতে
পারে। উচ্চ রক্তচাপ ঠিক রাখতে সহায়তা করে, দেহের ওজন কমাতে ও হাঁটু ব্যথা
প্রতিরোধ করতে সহায়তা করে।
খালি পেটে পেয়ারা খাওয়ার উপকারিতা
পেয়ারা একটি পুষ্টিময় ফল যাতে আছে অনেক গুনাগুন, পেয়ারা নিয়মিত খাওয়া হলে
দেহের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে রক্ত চলাচল সঠিক রাখে। শরীর ওজন কমাতে সহায়তা
করে, ক্যান্সার, ডায়রিয়া, গ্যাস, বদহজম সহ অন্যান্য উপকার করে থাকে। পেয়ারার
মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় ত্বকের জন্য উপকারি।
খালি পেটে পেয়ারা খাওয়ার একাধিক রয়েছে উপকারিতা, পাইলস রোগে পেয়ারার গুরুত্ব
অনেক। পাইলসের প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য, তাই খালি পেটে প্রতিদিন পেয়ারা
খাওয়া অনেক উপকারী।
লেখকের মন্তব্য
আমাদের দেশেসহ প্রায় প্রত্যেক দেশ গুলোতে পেয়ারা একটি সহজলভ্য ফল। এই ফলে যেমন
গুণাগুণ রয়েছে তেমন পাতার গুনাগুণ রয়েছে অনেক। তাই পেয়ারা পাতার ঔষুধি গুণ গুলো
কাজে লাগানো প্রয়োজন। আশা করি পাঠকবৃন্দ পেয়ারা পাতার উপকারিতা ও অপকারিতা
সম্পর্কে বিস্তারিত বোঝাতে পেরেছি। পঠকবৃন্দ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে কমেন্টে
করে জানাবেন। পেয়ারা পাতার উপকারিতা ও অপকারিতা জেনে উপকৃত হলে শেয়ার ও কমেন্টে
করতে ভুুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url